চারঘাটরাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২

স্টাফ রিপোর্টারঃ

আজ ৫ অক্টোবর ৯.৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন তাতারপুর মোড় শালুয়া গ্রামস্থ মুনজেদ স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে ১৬৪ বোতল ফেন্সিডিল, ১ টি সিএনজি, ২ টি মোবাইল, ৪ টি সীমকার্ড, ২ টি মেমোরিকার্ড উদ্ধার সহ আসামী মোঃ আঃ রাসেল (২৪) তার পিতা মোঃ এলাহী বক্স, এবং মোঃ শান্ত (২০) তার পিতা মোঃ সিদ্দিক আলী, উভয় সাং মিরগঞ্জ ভালুকার, থানা বাঘা, জেলা রাজশাহীদ্বকে গ্রেফতার করেন।

ঘটনার বিবরণে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব এর নেতৃত্বে র‌্যাব ৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন তাতারপুর মোড় শালুয়া গ্রামস্থ মুনজেদ স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ১টি সিএনজি নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করলে একই তারিখ সকাল ৯.৩০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাধীন তাতারপুর মোড় শালুয়া গ্রামস্থ মুনজেদ স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি ১টি সিএনজি হতে বাহির হয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ২ জন ব্যক্তিকে ঘটনাস্থলেই ধৃত করা হয়।

ধৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা উপরোক্ত নিজেদের নাম ঠিকানা জানায়। অনেক ব্জিজ্ঞাসবাদের একপর্যায়ে স্বীকার করে যে, সিএনজির ভিতর ফেন্সিডিল আছে। উপস্থিত স্বাক্ষীসহ আরো লোকজনের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়ের দেখানো মতে সিএনজির ভিতর সিটের পিছন হতে ১টি হালকা নীল রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত আলামত ১টি হালকা নীল রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ১৬৪ (একশত চৌষট্টি) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল যাহার প্রতিটি বোতলের ওজন ১০০ মি.লি. হিসেবে মোট ওজন= ১৬.৪০০ লিটার, যার প্রতিটি বোতলের মূল্য ২০০০/-টাকা হিসেবে সর্বমোট মূল্য অনুমান ৩,২৮,০০০/- (তিন লক্ষ আটাশ হাজার টাকা)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা পরস্পর যোগসাজসে উক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও নিয়ন্ত্রনে রেখে ঘটনাস্থলে অবস্থান করিতেছিল এবং তাহারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরস্পর যোগসাজসে নিজেদের দখলে রেখে রাজশাহী জেলার চারঘাট থানা সহ বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।

আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৪(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button