রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০১৯ প্রদান করলেন আরএমপি পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টারঃ

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজশাহীতে আরএমপি পিওএম কনফারেন্স রুম পুলিশ লাইন্সে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এর পক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০১৯” সনের ক্রেস্ট, সম্মাননা পত্র ও সম্মানী প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক।

প্রতি বছর এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান কেন্দ্রিয়ভাবে অনুষ্ঠিত হলেও এই বছর বর্তমান করোনা পরিস্থিতিতে কেন্দ্রিয়ভাবে আয়োজন না করে সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে প্রদানের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ পুলিশে কর্মরত পুলিশ কর্মকর্তা/কর্মচারী ও নন-পুলিশ পরিবরের সন্তানদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। ২০১৯ সনের জন্য আরএমপি হতে ৩১ জনকে মধাবৃত্তি প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই মেধাবৃত্তি আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে এবং পড়াশোনায় মনোনিবেশ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।  তিনি আরও বলেন, আজ পুলিশ কর্মকর্তা/কর্মচারীর সন্তানেরা বিভিন্ন পেশায় কর্মক্ষেত্রে সাফল্য ছড়িয়ে দিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালমা বেগম পিপিএম  উপ-পুলিশ কমিশনার  (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর)  জনাব মোঃ রুহুল কুদ্দুস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  (ফোর্স) জনাব মোঃ রকিবুল হাসান ইবনে রহমান, সহকারী পুলিশ কমিশনার (কল্যাণ) জনাব মোঃ হাবিবুর রহমান ও বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারী এবং মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী বৃন্দ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button