বাগমারারাজশাহী

তাহেরপুর পুলিশ তদন্ত এ এসআই হারুনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ।

মোস্তাফিজুর রহমান জীবন তাহেরপুর প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হারুন রশীদের চাঁদাবাজি সহ ননান অপকর্মের অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে করোনা কালিন সময়ে দোকান পাট খুলে রাখলেই তাকে চাঁদা দিতে হতো। এছাড়াও তাহেরপুর পৌর সভার আশে পাশের মাদক ব্যবসায়ীর সাথে তার বেশ সম্পর্ক ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি জানান, করোনা কালিন সময়ে সাজুড়িয়া গ্রামের কুখ্যাত মাদক সেবী লেদ আজাদকে হেরোইন ও ইয়াবাসহ তাহেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই হারুন গ্রেফতার করে অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছে। এছাড়া রামরামা হাজরা পুকুর গ্রামের সুবদেও ছেলে গাঁজা ব্যবসায়ী সনাতনকে তাহেরপুর ফাঁড়ি পুলিশ হারুন গ্রেফতার করে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে বলেও আভিযোগ রয়েছে। আরো অভিযোগ রয়েছে, শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের ইমন নামে এক নিরহ ছাত্র কে ১০ পিছ ইয়াবা দিয়ে আটক করে এএসআই হারুন রশীদ । এসম এলাকার সচেতন জনসাধারণ তীব্র নিন্দা জানায়।

এলাকার সুধীজন আরো বলেন ইমন খুব ভালো ছেলে সে কোন দিন সিগারেট ও খায়নি। তাকে পারিবারিক কলহের কারণ টাকার বিনিময়ে এএসআই হারুন রশীদ ফাঁসিয়ে দিয়েছে। আরো অভিযোগ রয়েছে, গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের এক চাকুরী জিবি এক নারীর ঘরে ঢোকার মিথ্যা অভিযোগের ভিত্তিতে এএসআই হারুন রশীদ অভিযুক্ত বাড়িতে হামলা দিয়ে ধর্ষন মামলায় ফাঁসানোর কথা বলে ৭০ হাজার টাকার দাবি করেন। স্হানীয় কিছু নেতাকর্মী সাথে দাম কষাকষির মাধ্যমে উপর মহল কে ম্যনেজের কথা বলে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয় এএসআই হারুন রশীদ। এছাড়াও হারুন রশীদের এক ভিডিওতে দেখা যায়, দোকান হতে চাঁদাবাজি করার দৃশ্য। প্রথমে দোকান ঢুকে সিগারেট ধরিয়ে টানতে থাকে দেখে মনে হয় থানার বড় কর্তা বাবু।দোকানে গিয়ে টাকা চাইলে প্রথমে ১ হাজার টাকা দিলে টাকা না নিয়ে ছুড়ে মারতে দেখা যায়। পরে আবার ১ হাজার টাকা দিলে নিয়ে কৌশলে দোকানের উপরে থাকা মোবাইল রাখার ট্রে ভিতরে ঢুকিয়ে ফেলে।পরে সু কৌশল আবার টাকা নিয়ে দোকান হতে চলে যায়।

এবিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক দোকান দার বলেন আমি একজনার কাছ হতে অল্প কিছু টাকা পেতাম।আমি বিষয় এএসআই হারুন রশীদ কে বললে যার কাছ হতে টাকা পেতাম তাকে বিভিন্ন ভয় ভিতি দেখালে সে আমাকে টাকা দিয়ে দেয়।পরে এএসআই হারুন এসে আমার কাছ হতে জোর করে দুই হাজার টাকার দাবি করলে আমিও ভয়ে দিয়ে দিই। আরো অভিযোগ রয়েছে, হারুন রশীদের বাসা চাপাইনবয়াবগঞ্জ হওয়ায় চোরাই পথে আসা মোবাইল ফোন তাহেরপুর এনে বিভিন্ন দোকান সু কৌশল বিক্রয় করে। এদিকে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রর এএসআই হারুন রশীদের এমন বেপরোয়া হওয়ায় কারনে তাহেরপুর পৌরসভার ও এলাকা বাসি তৃীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,দু একজন পুলিশ সদস্যর এমন অপকর্মের কারনে আজ সকল পুলিশ সদস্য সন্মান নষ্ট হচ্ছে। তাই দূত পদক্ষেপ নেওয়া জন্য রাজশাহী সুযোগ্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের কাছে জোর দাবি জানান। অভিযুক্ত তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হারুন কে অভিযোগের বিষয় টি জানতে চাইলে বিষয়টি সু কৌশল এডিয়ে যান এবং চা খাওয়ার দাওয়াত দেন।

এবিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন কে একাধিক বার ফোন দিলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button