রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে চেয়ারম্যানদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

আজ বুধবার (৯ মার্চ) রাজশাহীতে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের ‘ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও রাজশাহী জেলা প্রশাসনের বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

শুরুতে অতিথিরা ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি ৩ দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী এই অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম

।এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের প্রশিক্ষণ পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আবু বকর সিদ্দিক।
এছাড়াও সভাকক্ষে উপপরিচালক (স্থানীয় সরকার) শাহানা আখতার জাহানসহ রাজশাহী জেলার ৪টি উপজেলা নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত চেয়ারম্যানগনের মধ্য থেকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন সোহেল বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত চেয়ারম্যান বৃন্দের মধ্যে অনেকেই আমরা এই প্রথম নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। সুতরাং আমাদের এখনো অনেক কিছু অজানা। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কোর্স আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাংলাদেশ সরকারের সকল সেবা গ্রাম পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরো জানান, আমরা সবাই জানি, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, প্রতিটি মানুষের ক্ষুধা ও আশ্রয় নিশ্চিত করে গ্রামকে শহরে রূপান্তর করে দরিদ্র ও ক্ষুধা মুক্ত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। আমাদের প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেই সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। আমি মনে করি, এই কোর্সের মাধ্যমে সেই দায়িত্বশীলতা ও নিয়ম-শৃঙ্খলা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

এরপর, উদ্বোধন শেষে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগনের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button