মোহনপুররাজশাহীরাজশাহী সংবাদ

মোহনপুরে নৌকা প্রতীকে ভোট চাইলেন এমপি আয়েন উদ্দিন

মাজেদুর রহমান সবুজ, মোহনপুর প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক মাঠে প্রয়াত সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ তুষারের স্মরণে দোয়া মাহফিল ও স্মৃতি ক্রিকেট টুনামেন্টের উদ্বোধনসহ নৌকা প্রতীকে ভোট চাইলেন এমপি আয়েন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন বলেন, দেশের মানুষ আর বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি দেখতে চায় না, তারা চায় উন্নয়ন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ইউপি নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই উন্নয়ন হয়। তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় এবং দেশের মানুষ পেট ভরে খেতে পায়। এখন দেশের মানুষ কেউ অনাহারে থাকে না, বিনা চিকিৎসায় মারা যায় না। খাদ্য, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। নৌকা মার্কা দেশের স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। আগামী ২৮ নভেম্বর উপজেলার ৬ টি ইউপি নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার বিকল্প নেই। নৌকা বিজয়ী হলে মানুষের ভাগ্যের অগ্রগতি হবে।

আজ ১০ নভেম্বর বুধবার বিকালে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক চেয়ারম্যান খন্দকার মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মুরশেদ আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ, ভাইস চেয়ারম্যান মোঃ মেহেবুব হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ওয়াজেদ আলী শাহ।

আরও উপস্থিত ছিলেন্‌, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, সাবেক ছাত্রনেতা জিম্মি কাটার রনি, ইউপি যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button