রাজশাহীরাজশাহী সংবাদ

বন্ধ হয়নি ধান গবেষনার লাগাম হিন অনিয়ম

বাবর আলিঃ

কিছুতেই যেন থামছেনা রাজশাহী ধান গবেষনার লাগামহীন অনিয়ম। শ্রমিক থেকে এই দপ্তরের প্রধান পর্যন্ত জড়িয়ে রয়েছে এই অনিয়মে। তবে প্রধান কর্মকর্তা নিজের অনিয়ম না ঢাকতেই পাড়ি জমাচ্ছেন নিজের পছন্দ মত স্থানে বদলি নিয়ে।

অভিযোগ রয়েছে তিনি নিজের জেলাতে সিন্ডিকেট করেই বদলি নিচ্ছেন। রাজশাহী ধান গবেষনা কেন্দ্রের অনিয়ম নিয়ে গত কয়েক দিন আগে একটি সংবাদ প্রকাশ হয়। আর সংবাদ প্রকাশের পর প্রধান কর্মকর্তা ডেলি লেবারদের হাজিরা ডিউটি খোজ খবর নিলেও বড় অনিয়ম গুলো রেখেছেন আড়ালে যা নিয়ে আগামি দুই এক দিনের মধ্যেই সংবাদ প্রকাশ হবে গনমাধ্যমে।

তবে মসজিদের ইমাম একাধিক জায়গায় চাকরি করছেন সেটির বিষয়ে তিনি কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেন নাই। তিনি কেন ব্যবস্থা গ্রহন করেন নাই সেটির ও অনুসন্ধান চলছে। তবে ধান গবেষনার একটি সুত্র জানিয়েছেন তার দপ্তরের কর্ম চারিরাও সঠিক ভাবে অফিস করেন না অনেকেই সকালে এসে বিভিন্ন অজুহাত দেখিয়ে বেরিয়ে যান নিজের কাজে। বিষয় গুলো নিয়ে জমেছে অভিযোগের পাহাড়।

তবে দেখার কেউ নেই বললেন সুত্রটি।এই নিয়ে ধান গবেষনার ডিজির হস্তক্ষেপ কামনা করেছেন অনেকেই। নাম প্রকাশ না করার শতে সুত্রটি বলেন তদন্ত কমিটি আসলে আমরা সহযোগীতা করব দেখিয়ে দেব শরসের মধ্যে লুকিয়ে থাকা ভুত। সরকারের টাকা তছ নছ করলে যে সামনে বিপদ হবে সেটি দেখে অন্য সব সরকারি অফিসের বাবুরা চমকে যাবে। এর পরেও যদি সরকারের উপর মহলের কঠিন পদক্ষেপ না আসে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান সুত্রটি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button