রাজশাহী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দু:খ প্রকাশ বাঘায় নির্বাহী কর্মকর্তাসহ একদিনে করোনায় আক্রান্ত ১০

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী বাঘায় করোনা সংকট মোকাবেলাই যার সর্বচ্চ অবদান তিনি আজ করোনায় আক্রান্ত। তিনি আর কেও নন, তিনি হলেন রাজশাহী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। তাঁর সঙ্গে একই দিনে আরো ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত এ উপজেলায় করোনার সংখ্যা দাড়ালো ৩৩ জনে।

এদিকে নির্বাহী কর্মকর্তার আকষ্মিক করোনা আক্রান্তের খবর শুনে তিনি সহ সকল রুগীর জন্য দু:খ প্রকাশ এবং আল্লাহর নিকট সুস্থতা কমানা করেছেন স্থানীয় সাংসদ ও বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম। একই সাথে সুস্থতা কমানা করেছেন উপজেলার সকল কর্মকর্তা কর্মচারি-সহ বাঘার সুধী মহল এবং রাজনৈতিক অঙ্গন।

স্থানীয় লোকজন জানান, উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে যে মানুষটি করোনা মোকাবেলায় সার্বক্ষণিক তদারকীর মাধ্যমে বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছেন,বাড়ি-বাড়ি খাবার পৌছে দিয়েছেন, রাস্তায় দাড়িয়ে নিজ হাতে জনগণকে মাস্ক পরিয়ে সচেতন করেছেন আজ তিনিই করোনা আক্রান্ত। আমরা তার জন্য সুস্থতা কামনা করছি।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর (টিএইচএ) ডাঃ আক্তারুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা (৩৭) সহ মোট ১০ জন। এরা হলেন শফিকুল ইসলাম (৪০), রাসেল আহম্মেদ (৩২), রাজিব হোসেন (২৪), তরিকুল ইসলাম (২০), বুলবুল হোসেন (৩৫), আবদুল জাব্বার (৩০), নুরুল হক (৪৫), শারমিন আহমেদ (২৫) ও তসিকুল ইসলাম (৩৫)।

তিনি আরো জানান, অত্র উপজেলায় ৬ এপ্রিল থেকে ১০ জুলাই পর্যন্ত ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৩ জনে। এর মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ জনের।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button