রাজশাহীরাজশাহী সংবাদ

দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপ-ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ২৫ অক্টোবর সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের সামনে প্যারিস রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক সুলতান উল ইসলাম, অধ্যাপক মলয় কুমার ভৌমিক, অধ্যাপক শাহ সহ আজম শান্তনু সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে পূজামণ্ডপে যে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে তার দ্রুত বিচার করতে হবে। একইসাথে সারাদেশে সাম্প্রদায়িকতা নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিছু স্বার্থান্বেষী মহল তাদের অপরাজনীতির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button