দূর্গাপুররাজশাহী

দুর্গাপুরে ২০ টাকা কেজিতে পুঁটি মাছ

 জিএম কিবরিয়াঃ

রাজশাহী দুর্গাপুর উপজেলার বাজারগুলোতে খুচরো মাছের ব্যাপক আমদানি হচ্ছে। ফলে খুব অল্প দামে মিলছে সকলের পছন্দের বিভিন্ন ধরনের খুচরো মাছ।

বিল ও নিচু এলাকার পানি আস্তে আস্তে কমতে শুরু করায় পুঁটি, টেংরা, মোয়া, কই, শিং, টাকি সহ নানা মাছ ব্যাপকভাবে আহরণ করা হচ্ছে। ফলে চাহিদার থেকেও অনেক বেশি মাছ বাজারে উঠেছে। দুর্গাপুরের সিংগা বাজারে এইসব মাছের মূল্য ছিল ক্রয় ক্ষমতার ভিতরেই, সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এই সকল মাছ।

অনেকেই করছেন শুটকি, ভবিষ্যৎ কথা চিন্তা করে ফ্রিজে রাখছেন জমিয়ে। মাছ বিক্রেতা মোমিন বলেন, পাইকারি খুব অল্প দামে পুঁটি মাছ গুলো কিনেছি। এত সুন্দর পুঁটি ২০ টাকা কেজি দরে বিক্রি করছি সকলে ২ থেকে ৩ কেজি করে নিচ্ছে। এ-সব বিলের মাছ এবারের জলাবদ্ধতার কারণে মাছের ব্যাপক উৎপাদন হয়েছে।

ক্রেতা শাহীন জানায়, আমি পুটি মাছ কিনেছি আগে দাম বেশি হওয়ার কারণে তেমন কিনতাম না। খুবই ভালো লাগছে সব সময় দাম ক্রয় সাধ্যের মধ্যেই থাকা উচিৎ। এমত অবস্থায় ক্রেতা-বিক্রেতা দুজনের মুখেই হাসি প্রাকৃতিক ভাবে স্রষ্টার দান বলছেন সকলেই।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button