রাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

লকডাউন শিথিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় জাতীয় কমিটির সুপারিশ

স্টাফ রিপোোর্টারঃ

সরকার ঘোষিত লকডাউন শিথিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গতকাল রাতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ জুলাই থেকে ১০ আগস্টের বিধিনিষেধ কঠোরভাবে পালিত না হলেও জনসমাগম বন্ধ থাকায় সংক্রমণ হারে বেশ উন্নতি পরিলক্ষিত হয়েছে । তবে, এখনো সংক্রমণ এবং মৃত্যুর হার আসাব্যাঞ্জক অবস্থায় আসেনি।

ন্যূনতম সভা/সমাবেশ, সামাজিক অনুষ্ঠান, পর্যটন/বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ইত্যাদি আরও কিছুদিন বন্ধ রাখা, রেস্টুরেন্ট/ক্যাফেটেরিয়াতে বসে খাওয়ার ব্যবস্থা না রেখে কেবলমাত্র বিক্রি করার অনুমতি দেওয়া এবং সক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করার পরমর্শ দিয়েছে উক্ত কমিটি।

সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ সকল ক্ষেত্রে শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণের উপর জোড় দিয়েছে কমিটি টি। তারা মনে করে যে, বিধিনিষেধ শিথিল করায় সংক্রমণ আবারও বাড়তে পারে এবং জাতীয় অর্থনীতি আরও বেশি হুমকির সম্মুখে পরতে পারে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button