সংবাদ সারাদেশস্লাইডার

কেউ এলো না, জানাজা পড়াতে , দাফন করলেন প্রশাসন পুলিশ

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলায় মহামারি করোনায়  মারা যাওয়া বাক্তির  জানাজা, দাফন-কাফনেও লোক মিলছে না। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় কোথাও কোথাও দাফনেও বাধা দেয়া হচ্ছে। শুধু তাই নয়, করোনার উপসর্গ নিয়ে কেউ মারা গেলেও একইরকম আচরণ করা হচ্ছে।

তবে এমন পরিস্থিতির মধ্যেও কিছু মানুষের দায়িত্ববোধ প্রশংসার দাবি রাখে। ফরিদপুর জেলা হাসপাতাল থেকে ঝিনাইদহ সদরের সামাদ আলী নামের একজন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর তার মরদেহ নিজ এলাকায় নেয়া হয় শনিবার বিকেলে।

কিন্তু স্বজন, প্রতিবেশী করোনার ভয়ে পাশেও আসেননি। এমনকি জানাজা দেয়ার জন্যও কেউ ছিলেন না। পরে মৃত ব্যক্তির জানাজা পড়ান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দেজা শুভ।

বিষয়টি জানতে পেরে ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামানের নির্দেশে তার দাফন কাজে এগিয়ে যান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ অন্য পুলিশ সদস্যরা।

জানাজা শেষে নিজেরাই মরদেহের খাটিয়া বহন করে কবরস্থানে নিয়ে দাফন কার্য সম্পন্ন করেন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম ও পুলিশ জানায়, শনিবার রাতে কাশি, সর্দি জ্বর ও শ্বাসকষ্টি নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করা ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button