রাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশস্লাইডার

জেলা প্রশাসকের বিষেশ অনুরোধে রাজশাহীতে ৩০এপ্রিল পর্যন্ত সকল এনজিওর কিস্তি আদায় স্থগিত

ডেস্কঃ

নভেল করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশসহ সারা বিশ্ব। এমন পরিস্থিতিতে প্রশাসনিক ভাবে বলা হয়েছে সবাই যেন বাইরে  কম বের হয়। কিন্তু গরীব মানুষ যখন বাড়িতে থাকার কথা চিন্তা করছে, ঠিক তখনই মাথায় আসছে ক্ষুদ্রঋণের ভাবনা।

এ অবস্থায় রাজশাহীর দরিদ্র জনগোষ্ঠীর অবস্থা বিবেচনা করে কিস্তি আদায় স্থগিতের অনুরোধ করেছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক।

সোমবার দুপুর ১ টা ৫৪ মিনিটে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক তার ফেসবুক আইডিতে ৩০ এপ্রিল পর্যন্ত রাজশাহী জেলার সকল এনজিও কে কিস্তি আদায় না করার জন্য অনুরোধ জানান।

তার ফেসবুক স্ট্যাটাসে যা লেখেন তা হুবহু তুলে ধরা হলো, করোনা প্রতিরোধে দরিদ্র মানুষের অবস্থা বিবেচনা করে জেলায় সকল এনজিওর কিস্তি আদায় ৩০.৪.২০ পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ করা হলো।

এদিকে, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক স্বাক্ষরিত এক চিঠিতেও গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাজশাহী উপজেলার সকল এনজিওকে কিস্তি আদায় না করার জন্য বলা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button