নাটোররাজশাহীরাজশাহী সংবাদ

নাটোরের বড়াইগ্রামে আম চাষীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে করোনার মধ্যে আম আহরণ ও সুষ্ঠু বাজারজাত করণে আম চাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ ।

আজ (৬ জুন)রবিবার দুপুরে বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে স্থানীয় আহম্মদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আঞ্চলিক লকডাউনের কারনে আম ব্যবসায়ীরা সংকটে পড়েছে। করোনা পরিস্থিতিতে এক স্থান থেকে অন্য স্থানে আম পরিবহনে যাতে কোন সমস্যা না হয়, সেজন্য জেলা পুলিশ সকল সহযোগিতা করে যাবে ।

তাছাড়া আম বাহী কোন যানবাহনে চাঁদাবাজি সহ্য করবে না জেলা পুলিশ। এছাড়াও অর্থনীতির চাকা সচল রাখতে আম বাজারজাত করতে ব্যবসায়ীদের সকল সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে বড়াইগ্রাম সার্কেল খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সহ বাগান মালিক, ব্যবসায়ী ও আড়ৎ মালিকরা উপস্থিত ছিলেন ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button