জয়পুরহাটসংবাদ সারাদেশ

তুলসীগঙ্গা নদীতে আবারো মিলল কালো পাথরের মূর্তি

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদীতে আবারো কালো পাথরের একটি মূর্তি পাওয়া গেছে। মূর্তিটির ওজন ১১৪ কেজি। এ নিয়ে একই স্থানে পাওয়া গেল তিনটি মূর্তি।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মূর্তিটি পাওয়া যায়। দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় মূর্তিটি জমা দেন পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমএম আশিক রেজা।

তিনি বলেন, তুলসীগঙ্গা নদীতে খননকাজ চলছে। সকালে নদীর পাথরঘাটা এলাকায় খননকাজের সময় নদীর তলদেশে মূর্তিটি পাওয়া যায়। আটাপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা বিষয়টি প্রশাসনকে জানায়। ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি প্রশাসনের জিম্মায় নেয়া হয়।

পাঁচবিবির ইউএনও বরমান হোসেন বলেন, মূর্তিটি ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে পাথরঘাটা এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে আরো দুটি কালো পাথরের মূর্তি পাওয়া গিয়েছিল। ওই দুটি মূর্তিও ট্রেজারি শাখায় জমা দেয়া হয়।

পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরের কাস্টেডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, পাঁচবিবির পাথরঘাটা সংরক্ষিত প্রত্নতত্ত্ব এলাকা। সংরক্ষিত এলাকার বাইরে নদী খনন করার সময় মূল্যবান পুরাকীর্তির মূর্তি পাওয়া যাচ্ছে।

জয়পুরহাটের জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক কার্যালয়কে মূর্তি পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। ওই এলাকা খনন করা যায় কি না, তা সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button