খেলাধুলাসারাদেশ

কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্কঃ

দীর্ঘ ২৮ বছরের শিরোপা আক্ষেপ ঘুচানোর লক্ষ্যে কোপা আমেরিকার গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা ।

গ্রুপ (এ) এর শেষ রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ দুর্বল বলিভিয়া। ব্রাজিলের কুইয়াবার এরেনা পান্টানালে স্টোডিয়ামে বাংলাদেশ সময় ভোর ছয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপপর্বে প্রথম দুই ম্যাচ ড্র করে হোঁচট খেলেও তিন নম্বর ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে হারিয়ে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আকাশী-নীলরা। অন্যদিকে নিজেদের প্রথম তিন ম্যাচ হেরে আসরে থেকে বিদায়ের ঘন্টা বেজেছে বলিভিয়ার। তাই দুই দলের শেষ ম্যাচটি হচ্ছে কেবলই আনুষ্ঠানিকতার।

শেষ ম্যাচে আর্জেন্টিনা কোচ কোন পরীক্ষা-নিরীক্ষা না চালালে দারুণ একটি রেকর্ড অপেক্ষা করছে লিওনেল মেসির জন্য। গত ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমে আলবিসেলেস্তেদের হয়ে হাভিয়ের ম্যাশ্চেরানোর ১৪৭ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন। ভোরে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামলে কিংবদন্তি এই ডিফেন্ডারকে ছাড়িয়ে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়বেন ছয় বারের বর্ষসেরা এই ফুটবলার।বিশ্বকাপ বাছাইপর্বে শেষ দুই রাউন্ডে টানা ড্র করার পর কোপা আমেরিকায় প্রথম দুই ম্যাচ ড্র করেছিল আর্জেন্টিনা।

শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয়সহ সবমিলয়ে নিজেদের সবশেষ ১৭ ম্যাচই অপরাজিত আছে লিওনেল স্কোলানির দল। সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকায় হেরেছিল মেসিরা। তাই, বলা যায় লুইস সুয়ারেজদের হারিয়ে ছন্দে ফেরা আর্জেন্টিনা গ্রুপ পর্বের শেষ রাউন্ডে বলিভিয়ার বাধাও উতরে যাবে। দু-দলের মুখোমুখি লড়াইয়েও আত্মবিশ্বাস যোগাবে আকাশী-নীল শিবিরে। বলিভিয়ার বিপক্ষে সবধরনের প্রতিযোগিতায় ৪০ ম্যাচ খেলে ২৮ ম্যাচই জয় নিয়ে মাঠ ছেড়ে আলবিসেলেস্তেরা।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে বলিভিয়ার জয় কেবল ৭টি। বাকি ৫টি ম্যাচ ড্র হয়। অন্তত পরিসংখ্যানই বলছে, গ্রুপপর্বের শেষ ম্যাচ জিতে আসরের নক আউট স্টেজের প্রস্তুতি সেরে নিবে মেসি ও তার দলরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button