কুমিল্লাসারাদেশ

কুমিল্লার ফান টাউনে এ পজিটিভ রক্তদাতার মিলন মেলা

 শামীম কুমিল্লা প্রতিনিধিঃ 

কুমিল্লা জেলার সবার পরিচিত প্রথম পার্ক ফানটাউনে আজ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয় এ পজিটিভ রক্ত দাতার মিলন মেলা।

উক্ত অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শহিদুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন আনিছুর রহমান, এবং এস.এ টিভির সাংবাদিক মুসা ভাই। উক্ত অনুষ্ঠানটি যাদের অক্লান্ত পরিশ্রমে পরিপূর্ণ হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো লিমন,জিকু,খলিল, রেবেকা ও মাইসা। সদস্য উপস্থিত ছিলেন প্রায় ১৫০ জন।

সে সময় সকল সদস্যের হাতে তুলে দেন টি শার্ট ও বিভিন্ন পদ অনুযায়ী সম্মাননা ক্রেস্। তাদের মধ্যে লিমন উদ্দিন তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এ সংঘটনের একমাত্র উদ্দেশ্য মানবতার কাজ করা। তিনি সে সময় বলেন আমরা চাই কেউ যেন রক্তের অভাবে মারা না যান। তিনি জানান আমরা সেচ্ছায় রক্ত দান করে মানবসেবা করতে চাই। তাই উক্ত সংগঠনের সবায় স্লোগানের মাধ্যমে বলে থাকেন – সেচ্ছায় অসহায় রোগীকে রক্ত দিলে, কোরানের মতে সমগ্র জাতীর জীবন বাঁচালে সওয়াব মিলে এবং আরও বলেন যদি হই রক্ত দাতা জয় হবে মানবতা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button