আন্তর্জাতিক

৩০০ তালেবান বন্দিকে মুক্তি দিলো আফগান সরকার

সংবাদ চলমান ডেস্ক:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আফগান সরকার মুক্তি দিয়েছে তালেবানের আরো ৩০০ বন্দিকে । তালেবানের সঙ্গে সই হওয়া একটি চুক্তির আওতায় এ পর্যন্ত আফগান সরকার ৪,৯০০ বন্দিকে মুক্তি দিল।

গতকাল রোববার আফগানিস্তানের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, পারওয়ান প্রদেশের কারাগার থেকে নতুন করে ৩১৭ তালেবান বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এ নিয়ে মোট মুক্তি দেয়া বন্দীর সংখ্যা দাঁড়াল ৪,৯১৭ জনে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি গত শুক্রবার তালেবানের আরো ৫০০ বন্দীকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছিলেন। তারই অংশ হিসেবে এই ৩১৭ বন্দিকে মুক্তি দেয়া হয় এবং এটি প্রকৃতপক্ষে আফগান সরকারের পক্ষে শুভেচ্ছার নিদর্শন।

ঈদের আগে তালেবান আকস্মিকভাবে তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা করে। এর বিপরীতে আফগান সরকার বন্দীদের মুক্তি দেয়ার ব্যবস্থা করে। খুব শিঘ্রই আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা শুরু হবে বলে কথা রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button