আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস

সংবাদ চলমান ডেস্ক:

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবার আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার উপকূলীয় এলাকায় প্রবল বেগে আছড়ে পড়েছে হারিকেন ইসাইয়াস। ঝড়ের পূর্বভাস পেয়ে নর্থ ও সাউথ ক্যারোলিনার উপকূলবর্তী বিভিন্ন এলাকার বাসিন্দারা আগেই অনেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সামাজিক মাধ্যমে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১১ টা ১০ মিনিটে ইসাইয়াস আছড়ে পড়ে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনে দুজনের প্রাণ কেড়ে নেয়ার পর ইসাইয়াস একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছিল। নতুন করে শক্তি অর্জন করার পর এটি এখন ঘণ্টায় ১৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে নর্থ ক্যারোলিনায় অবস্থান করছে।

ইসাইয়াসের প্রভাবে ব্রর্জপাতসহ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে বইছে দমকা হওয়া। বৃষ্টির কারণে দুই ক্যারোলিনার পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button