আন্তর্জাতিক

স্তন্যপান করাতে যাওয়ার সময় ইসরায়েলি সেনার গুলিতে নিহত মা

সংবাদ চলমান ডেস্ক:

গতকাল শুক্রবার ইসরায়েলি সেনাদের এলোপাতাড়ি ছোড়া গুলিতে ফিলিস্তিনের এক নারী নিহত হয়েছেন। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নিহত ২৩ বছর বয়সী ফিলিস্তিনি নারী ডালিয়া সামহৌদি কিছুদিন আগেই মা হয়েছিলেন। নবজাতক সন্তানকে স্তন্যপান করাতে রান্নাঘরে যাচ্ছিলেন তিনি। এসময় হঠাৎ ইসরায়েলি সেনাদের ছোড়া গুলি তার বুকে এসে লাগে। গুলি লাগার পর তাকে আইসিইউতে নেয়া হলেও বাঁচানো যায়নি।

সামহৌদিকে হাসপাতালে নেয়ার জন্য যে অ্যাম্বুলেন্স ডাকা হয় ইসরায়েলি সেনারা তাতেও গুলি চালায়! শুক্রবারের এই অভিযানে ফিলিস্তিনের সাবেক বন্দি খালেদ সুলেমান আবু হাসানের বাড়িতে হানা দেয় ইসরায়েলের সেনারা।

হাসানের বাড়ির সামনে সেনাদের সঙ্গে স্থানীয় ‍যুবকেরা বাকবিতণ্ডায় জড়ায়। তাদের ওপরও গুলি চালায় সেনারা।

ইসরায়েলি সেনারা এএফপি’র কাছে দাবি করেছে, সামহৌদির শরীরে গুলি লাগার বিষয়ে তাদের কোনো ধারণা নেই। শুক্রবারে তারা নিয়মিত অভিযানে ছিলেন।

ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর (৫ হাজার ৯৭০ বর্গ কিলোমিটার) এবং গাজা ভূখণ্ড (৩৬৫ বর্গ কিলোমিটার) হচ্ছে দু’টি প্রধান ফিলিস্তিনি অধ্যুষিত এলাকা। এই দুই ফিলিস্তিনি ভূখণ্ডের সবচেয়ে নিকটবর্তী দুটি এলাকার মধ্যে দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।

পশ্চিম তীরকে এই নামে ডাকা হয় কারণ এটি জর্ডান নদী এবং ডেড সির পশ্চিম তীরে। জেরুজালেম পর্যন্ত এর বিস্তার। যে নগরীকে ফিলিস্তিন এবং ইসরায়েল উভয়েই তাদের রাজধানী বলে দাবি করে। পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button