আন্তর্জাতিক

বাড়ছে ধর্ষণ, ধর্ষকদের খোজাকরণ বা প্রকাশ্যে ফাঁসি দেয়ার আহ্বান ইমরান খানের

সংবাদ চলমান ডেস্কঃ

গত সোমবার, এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সারাদেশে বেড়ে চলেছে যৌন সহিংসতা । তাই সমাজব্যবস্থাকে বদলানোর কোনো দরকার নেই, শর্টকাটে চূড়ান্ত শাস্তি দেয়া উচিত প্রকাশ্যে।ধর্ষকদের খুঁজে বের করে রাসায়নিকভাবে খোজাকরণ বা প্রকাশ্যে ফাঁসি দেয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান।

তিনি আরো বলেন, আমার মনে হয় ধর্ষকদের রাসায়নিকভাবে খোজা করে দেয়া উচিত। আমি পড়েছি, এটি অনেক দেশে ঘটছে। হত্যাকাণ্ডকে যেমন বিভিন্ন ডিগ্রিতে (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) ভাগ করা হয়, তেমনি ধর্ষণের বিচারকেও করা উচিত। প্রথম ডিগ্রির ধর্ষকদের রাসায়নিক পদার্থ দিয়ে খোজা করে পুরোপুরি অক্ষম করে দেয়া উচিত।

গত ৯ সেপ্টেম্বর রাতে দুই সন্তানকে নিয়ে গাড়ি চালিয়ে লাহোর থেকে গুজরানওয়ালা প্রদেশে যাচ্ছিলেন ৩০ বছরের এক নারী। হাইওয়েতে হঠাৎ তেল শেষ হয়ে যাওয়ায় তিনি যখন স্বামীকে ফোন করাসহ পুলিশের সাহায্য খুঁজছিলেন, তখন দুই যুবক এসে তার সন্তানদের সামনে সেই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

ওই নারীর সঙ্গে থাকা টাকা ও কার্ডও কেড়ে নিয়ে পালায় তারা। এখানেই শেষ নয়, অভিযোগ, এ ঘটনার তদন্তে নেমে পুলিশ পাল্টা দোষ দেয় ধর্ষণের শিকার ওই নারীকে।

এরপরেই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান। পথে নামে নানা মানবাধিকার সংগঠন। হাজার হাজার পোস্টারে ছেয়ে যায় পথ। চাপের মুখে পড়ে গত বৃহস্পতিবারই ধর্ষণে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৫ জনকে গ্রেফতার করেছে  বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button