আন্তর্জাতিক

এবার ৪ মন্ত্রীকে ইউক্রেন পাঠাচ্ছেন মোদী

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়া ও ইউক্রেন পাশা পাশি দুই দেশের মধ্যে এই যুদ্ধ ঘিরে পুরো বিশ্ব দুই দলে ভাগ হয়ে যাওয়ায়, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও কম নয়। এনিয়ে জরুরি বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইউক্রেন থেকে কীভাবে ভারতীয়দের বের করে আনা যায়,এই ভয়াভহ পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, সে সব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যায়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে পাঠানো হবে ৪ জন কেন্দ্রীয় মন্ত্রীকে , তারা যেন ইউক্রেনে আটকে পড়া প্রায় ১৮ হাজার ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।

ইউক্রেনে যাবেন যেই চার মন্ত্রীঃ তারা হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হরদীপ পুরী, কিরেন রিজিজু এবং ভি কে সিং। তারা ইউক্রেনে আটকে পড়া প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনবেন।

দেশটির প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মোদী। দুই ঘণ্টা ধরে চলা সেই বৈঠকে নরেন্দ্র মোদী জানিয়েছেন, যুদ্ধের মাঝে ইউক্রেনে যে সমস্ত ভারতীয়রা আটকে রয়েছেন, তাদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনাই আপাতত কেন্দ্রের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ইউক্রেনে ভারতীয় পডুয়াদের সুরক্ষার ব্যবস্থা এবং তাদের সুরক্ষিতভাবে ওই দেশ থেকে কীভাবে উদ্ধার করে আনা যায়, তার উপরই বিশেষ জোর দিতে হবে।

ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ থাকায় আপাতত হাঙ্গেরি, রেমানিয়ার মতো প্রতিবেশী দেশগুলোতেই ভারতীয় উদ্ধারকারী বিমান পাঠানো হচ্ছে।

নরেন্দ্র মোদী আরও বলেছেন, খুব দ্রুত ও আরও সুষ্ঠভাবে যাতে উদ্ধারকার্য পরিচালনা করা যায়, তার জন্য ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা তিনি করবেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button