আন্তর্জাতিক

চুরির মামলায় গ্রেপ্তার এস কে সিনহার ভাতিজা

সংবাদ চলমান ডেস্ক:
যুক্তরাষ্ট্রে চুরির মামলায় বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ভাতিজা রনজিৎ সিনহাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। স্বেচ্ছায় তিনি দোষ স্বীকার না করলে চুরির দায়ে কমপক্ষে ১২ বছরের কারাদণ্ড হতে পারে।

নিউ ইয়র্কের সেথাম সিটিতে মুনলাইট গ্যাস স্টেশনে কর্মরত অবস্থায় বিপুল অর্থ চুরির মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন তিনি।

গত ১৫ নভেম্বর তাকে সরকার পক্ষের আইনজীবীরা কম শাস্তি পেতে দোষ স্বীকারের প্রস্তাব দিয়েছেন। সেটি হচ্ছে ৫ বছরের জেল এবং চুরিকৃত সমুদয় অর্থ কিস্তিতে পরিশোধ।

তবে আইনজীবীরা জানিয়েছেন, রনজিৎ দোষ স্বীকার করতে চাইছেন না। কারণ তাহলে জেল খাটার পরই তার গ্রিনকার্ড বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে ইমিগ্রেশন বিভাগ।

উল্লেখ্য, সিলেটের কমলগঞ্জের রনজিৎ (৪৮) নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে বসবাস করতেন। ২০১৫ সালে হাডসন সিটি সংলগ্ন সেথাম সিটির ৩১০ রিজোর হিল রোডে মুনলাইট গ্যাস স্টেশনে কাজ নিয়ে সেখানে যান রনজিৎ সিনহা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button