আন্তর্জাতিক

ঘুমন্ত অবস্থায় ভূমিধসে প্রাণ গেল ১২ জন নেপালির

সংবাদ চলমান ডেস্কঃ

গতকাল রবিবার নেপালে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধসে  ঘুমন্ত অবস্থায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির দুটি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ভূমিধসে নিখোঁজ রয়েছেন আরো কমপক্ষে ২১ জন।

রবিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তা মুরারি ওয়াস্তি বলেছেন, চীনের তিব্বত সীমান্ত লাগোয়া রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার দূরের বারাহবাইস গ্রামে ভারী বর্ষণের কারণে ভূমিধসে অন্তত ১০ নিহত ও আরো ২১ নিখোঁজ হয়েছেন।

এছাড়া উত্তরপশ্চিমাঞ্চলের বাগলুং গ্রামে ভূমিধসে আরো দুুইজন মারা গেছেন।

উদ্ধারকারীরা বলেছেন, রবিবার গভীর রাতে হঠাৎ ভূমিধস হওয়ায় গ্রামবাসীরা নিরাপদ স্থানে যেতে পারেননি।

ওয়াস্তি বলেছেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ওই দেশটির সরকারি এই কর্মকর্তাজানান, গত জুন থেকে চলতি মাস পর্যন্ত নেপালে বন্যা এবং ভূমিধসে অন্তত ৩১৪ জনের প্রাণহানি ঘটেছে। বর্ষা মৌসুমের এই বিপর্যয়ে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১১১ এবং আহত হয়েছেন ১৬০ জন বলে জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button