আন্তর্জাতিক

করোনাভাইরাস গোপন করলেই মৃত্যুদণ্ড!

চলমান ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা কেউ ইচ্ছাকৃতভাবে গোপন করলে বা ভুল তথ্য দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ কারণে হতে পারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও।

শনিবার চীনের এক আদালত এই আদেশ জারি করেছেন। খবর ডেইলি সাবাহর।

চীনের বেইজিং ডেইলি এ বিষয়ে খবর ছাপিয়ে জানায়, নিয়ম অমান্যকারীদের ১০ বছরের জেল, যাবজ্জীবন দণ্ড, এমনকি মৃত্যুদণ্ডও দেয়া হতে পারে।

দেশটির ন্যাশনাল হেলথ কমিশনও এরইমধ্যে জ্বর, কফ ও অন্যান্য অসুস্থতা থাকলে যে কারো সড়ক, রেল আকাশপথে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। চীনে করোনাভাইরাসে এ পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button