আন্তর্জাতিকসংবাদ সারাদেশসারাদেশ

কুমিরের আঘাতে অস্ট্রেলিয়ার দুই সৈন্য আহত

আন্তর্জাতিক ডেস্কঃ

কুমিরের হামলায় অস্ট্রেলিয়ার দুই সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পেয়েছেন। ৬ আগস্ত শুক্রবার কুইন্সল্যান্ডে সাঁতার কাটার সময় কুমিরের হামলার শিকার হন দুই জন।

শহর থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে উপকূলের কেপ ইয়র্ক পেনিনসুলার একটি মৎস্য বিচরণ এলাকায় সাঁতার কাটতে যান দুই সৈন্য। এ সময় কুমিরের খপ্পড়ে পড়েন তারা। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেয়া হয়েছে। দুই জনেরই অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহত উভয়েই সেনাবাহিনীর সদস্য। অবশ্য এই দুই সৈন্য দায়িত্বরত ছিলেন কিনা তা নিশ্চিত করেননি তারা।

তবে কুইন্সল্যান্ডের পরিবেশ অধিদফতর ঘটনাটি তদন্ত করবে বলে জানিয়েছে। পরিসংখ্যান বলছে, দেশটির উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি কুমির রয়েছে। প্রায় সময়ই তারা উপকূলের কাছাকাছি চলে আসে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button