যশোরসংবাদ সারাদেশ

ভারতে পাচার হওয়া সেই ৬ নারী এখন দেশে

মোঃ সোহাগ হোসেন, যশোর প্রতিনিধিঃ

ভারতে পাচার হওয়া সেই ৬ নারী বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে।

গতকাল বুধবার (১১ মে) সন্ধ্যা ৬ টার সময় ভারতের ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন।

ফেরত আসা নারীরা হলেন, ঢাকার ইদ্রিস আলীর মেয়ে মিতু আক্তার (২০), মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার আব্দুস শুকুরের মেয়ে মৌমিতা রায় (২২), যশোর জেলার শার্শা থানার আমলা গ্রামের গফফার আলীর মেয়ে জরিনা বেগম (২৩), ঢাকার আবিদ মিয়ার মেয়ে সীমু রহমান (২২), শেরপুর জেলার জাবেদ আক্তারের মেয়ে রিয়া আক্তার (২১), ঢাকার জব্বার খানের মেয়ে জারা খান (২১)। তারা ভারতের আদালতের মাধ্যেমে মহারাষ্ট্রের পাজোলা নামে একটি শেল্টারহোমে ছিল।

বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু আহমেদ বলেন, ভালো কাজের আশায় এরা বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সে দেশে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়ে তারা জেলে যায়। এরপর তারা দুই থেকে তিন বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরে। ইমিগ্রেশনের আনুষ্টানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর রাইটস এর এরিয়া  কোয়ার্ডিনেটর মুহিদ চৌধুরী বলেন, পাচার হওয়ার শিকার নারীদের বেনাপোল থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর নিয়ে শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button