আন্তর্জাতিক

ইরানে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্কঃ

গতকাল বুধবার (৮ জুন) ইরানে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক লোক।তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশের রাজধানী তাবাস থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে মাশহাদ ও ইয়াজিদ শহরের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী ট্রেনটি হঠাৎই আংশিক লাইনচ্যুত হয়ে পড়ে।

তাবাসের গভর্নর আলি আকবর রাহিমি জানিয়েছেন, ট্রেনের ৭টি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। এরইমধ্যে দুর্ঘটনা কবলিত এলাকায় অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার এবং উদ্ধারকারী দল পৌঁছেছে।

দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

ইরান সরকার সূত্রে জানানো হয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।

এর আগে ২০১৬ সালে ইরানে ভয়ঙ্কর রেল বিপর্যয় ঘটে। সেই দুর্ঘটনায় প্রায় শতাধিক যাত্রী প্রাণ হারিয়েছিলেন। তাছাড়াও গোটা বিশ্বের মধ্যে পথ দুর্ঘটনার জন্য রেকর্ড রয়েছে ইরানে। তথ্য বলছে, প্রতি বছর জাতীয় সড়কে দুর্ঘটনায় ১৬ থেকে ১৭ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button