আন্তর্জাতিকসারাদেশ

এবার শিশুদের ওপর অক্সফোর্ডের টিকার ট্রায়াল

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রথমবারের মতো শিশুদের শরীরে করোনার টিকা পরীক্ষামূলকভাবে ব্যবহার করবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা। এর মাধ্যমে প্রথমবারের মতো করোনার টিকার ট্রায়াল হবে শিশুদের ওপর।

অ্যাসোসিয়েটেডে বলা হয়েছে, ৬ থেকে ১৭ বছরের শিশু ও কিশোর-কিশোরীদের ওপর প্রয়োগ করা হবে ৷ ৩০০ জন স্বেচ্ছাসেবকের নাম এরই মধ্যে নিবন্ধন করা হয়েছে। বিবৃতিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০০ জন স্বেচ্ছাসেবককে ইংল্যান্ডের তিন শহরে লন্ডন, সাউদাম্পটন এবং ব্রিস্টলে টিকা দেয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের টিকাকে বড় স্তরে ব্যবহারের অনুমতি দিয়েছে ৷ ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য এই ভ্যাকসিন একেবারে সুরক্ষিত বলে জানিয়েছে তারা ৷ প্রথম শট লাগানোর পর দ্বিতীয় শট লাগানোর জন্য ৮ থেকে ১২ সপ্তাহের গ্যাপ দেওয়া যেতে পারে বলে জানিয়েছে ৷

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button