রাজশাহী সংবাদ

রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বনলতার কোচ পরিবর্তন হচ্ছে না: শাহরিয়ার আলম

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী একমাত্রা বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের বগি (কোচ) পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নিজের ফেসবুক ওয়ালে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, রেলমন্ত্রী তাঁকে বিষয়টি নিশ্চিত করেছেন। বনলতা ট্রেনের বগি পরিবর্তন করা হবে না’।

এর আগে বনলতা আন্তঃনগর ট্রেনের ইন্দোনেশিয়া থেকে আমদানি করা বগিগুলো সরিয়ে ভারতীয় বগি সংযোজন করা হয়েছে- এমন খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। এতে বলা হয়- রাজশাহী ঢাকার মধ্যে চলাচলকারী বিরতিহীন বনলতা আন্ত:নগর ট্রেনের ইন্দোনেশিয়ার আরামদায়ক কোচগুলি বদল করা হয় নীলসাগর ট্রেনের ভারতীয় কোচের সঙ্গে। চালুর মাত্র ৮ মাসের মাথায় বনলতা ট্রেনের কয়েকটি নতুন কোচগুলি পাঠিয়ে দেয়া হয় নীলসাগর ট্রেনের জন্য চিলাহাটীতে।

একইভাবে নীলসাগর ট্রেনের ভারতীয় কোচ সংযোজন করা হয় বনলতা ট্রেনে। এই অদল বদলের ফলে ট্রেনের আসন বিন্যাস সংক্রান্ত জটিলতা দেখা দেয়। ফলে গত ১৮ ডিসেম্বর থেকে অগ্রিম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button