রাজশাহী সংবাদ

বিক্ষোভের মুখে বলিভিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

সংবাদ চলমান ডেস্ক:
বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। পদত্যাগের ফলে তার ১৪ বছরের ক্ষমতার অবসান হল।

তার বিরুদ্ধে দেশটিতে হয়ে যাওয়া ২০ অক্টোবরের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ উঠে। এমনকি নির্বাচন পর্যবেক্ষকরাও নির্বাচনে সুস্পষ্ট কারচুপির প্রমাণ পায়। এরপর থেকে পুনঃনির্বাচনের জন্য বিক্ষোভ করে আসছে দেশটির জনগণ। এমনকি মোরালেসের পরিবারের সদস্য এবং সমর্থকদের বাড়িঘরে আক্রমণ করে বিক্ষোভকারীরা।

শেষ পর্যন্ত দেশটির সেনাবাহিনীর প্রধানও তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পরামর্শ দেন। আর বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত নিজের পদ থেকে সরে গেলেন তিনি।

দেশটির সরকারি টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় তিনি তার পদত্যাগের কথা জানান। তিনি বলেন, ‘আমি পদত্যাগ করছি। আপনারা আমার পরিবারের সদস্যা ও আমার রাজনৈতিক দলের লোকজনের ওপর হামলা বন্ধ করুন।’ এছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া লিনেরা এবং সিনেট প্রেসিডেন্ট আদ্রিয়ানা সালভাতিয়েরা এরই মধ্যে পদত্যাগ করেছেন।

এদিকে তার পদত্যাগের কথা শুনে লা পাজ শহরে লাখ লাখ লোকজন রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে।

উল্লেখ্য, নির্বাচনে কারচুপির বিষয়ে অভিযোগ ওঠার পর থেকে গত কয়েক সপ্তাহে বলিভিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। এছাড়া নির্বাচন পরবর্তী ভোট গণনা ২৪ ঘণ্টার জন্য বন্ধ করা হলে জনগণের মধ্যে অসন্তোষ দেখা যায়। আর পরবর্তীতে ভোটে গণনায় দেখা যায়, ইভো মোরালেস বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। দেশটির সাধারণ মানুষের সঙ্গে বিক্ষোভে দেশটির পুলিশ বাহিনীও সমর্থন দেয়। আর বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন বিক্ষোভকারী নিহত হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button