নওগাঁ

নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

নওগাঁ প্রতিনিধিঃ

যৌতুকের দাবিতে এক গৃহবধূকে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে।

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউপির ভারশোঁ গ্রামের পশ্চিম পাড়ায় এ নির্যাতনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূ জাহিদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীকেও নির্যাতন করে এক বছর আগে তালাক দেয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নানাভাবে নির্যাতন করে আসছে জাহিদুল ও তার বাবা-মা।

ওই গৃহবধূ জানান, যৌতুকের দাবিতে জাহিদুল তার পিঠ, পশ্চাদ্দেশ ও দুই উরুতে মারধর করে কালসিটে দাগ ফেলেছে। তার পুরো শরীরজুড়েই এমন ক্ষতচিহ্ন ও মারধরের আঘাত রয়েছে।

প্রতিবেশীরা জানান, গত তিন দিন ধরে ওই নারীর কান্নাকাটি শুনে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তার বাবাকে অবগত করেন।। গতকাল সোমবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে থানা পুলিশ।

মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, মেয়ের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্বশুর-শাশুড়িকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button