রাজশাহী সংবাদসারাদেশ

চিকিৎসকের সাথে মতবিনিময় করলেন মেয়র লিটন ও সাংসদ বাদশা

 

 

মাজহারুল ইসলাম চপলঃ  করোনা পরিস্থিতি মোকাবেলা ও সাধারণ মানুষদের চিকিৎসা সেবা ঠিক রাখতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

 

বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সভায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা চিকিৎসকবৃন্দ রোগীদের চিকিৎসাসেবা যথাযথভাবে নিশ্চিত করুন। এ সময় মেয়র চিকিৎসকদের তাদের ব্যক্তিগত চেম্বার বন্ধ না রেখে সেখানে রোগী দেখার আহŸান জানান।

 

সভায় হাসপাতাল পরিচালনা পর্ষদ সভাপতি সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, এই দুঃসময়ে চিকিৎসকরা যেভাবে এগিয়ে এসেছেন সেজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সুরক্ষায় পিপিই সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা হয়েছে। আমরা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবো।

 

সভা পরিচালনা করেন রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ ও বিএমএ রাজশাহীর সাধারণ সম্পাদক প্রফেসর ডা. নওশাদ আলী। সভায় অংশ নেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, বিএমএ রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. এবি সিদ্দিকী, স্বাচিপ রাজশাহী  জেলার সভাপতি প্রফেসর ডা. চিন্ময় কান্তি দাস, সাধারণ সম্পাদক ডা. নাসিম আখতার এরিনা, রামেক স্বাচিপ শাখার সভাপতি প্রফেসর ডা. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মাহবুবুর রহমান খান বাদশাহসহ রামেকের বিভিন্ন বিভাগ ও ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button