সংবাদ সারাদেশসারাদেশ

৩০০০ হাঙ্গরের বাচ্চাসহ আটক

সংবাদ চলমান ডেস্ক:
সুন্দরবন উপকূলে অবাধে হাঙ্গরের বাচ্চা শিকার ও প্রকাশ্য সেই হাঙ্গরের বাচ্চা দিয়ে টকি করে অবৈধ ব্যবসারা গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯নং ওর্য়াডের বিষখালী নদী পারের শুঁটকি পল্লিতে অভিজান চলায় কোস্টগার্ড। এ সময় ৩ হাজার হাঙ্গরের বাচ্চাসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড।

গতকাল সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাঙ্গরের বাচ্চাগুলো কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ জানান, বন আইনে সুন্দরবন উপকূল থেকে হাঙ্গরের বাচ্চা নিধন নিষিদ্ধ হওয়ায় অভিযানে নামেন তারা।

গত শনিবার রাত সারে ১১টার দিকে ১টি শুঁটকিকারী প্রতিষ্ঠান থেকে ২৫ মণ হাঙ্গরের বাচ্চাসহ দুইজনকে আটক করেন। তাদের এ অভিযান আগামী দিনগুলোতেও চলবে বলে জানায় কোস্টগার্ড। পরে বন বিভাগের উপস্থিতিতে হাঙ্গরের বাচ্চাগুলো কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button