লুডু খেলায় জিতে লাশ হলেন দরজি
রংপুর প্রতিনিধিঃ রংপুরে মোবাইল ফোনে লুডু খেলায় জেতায় এক দরজিকে পিটিয়ে হত্যা করেছে বন্ধুরা। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
নিহত মনোয়ারুল ইসলাম নগরীর মুন্সিপাড়ার আশেক আলীর ছেলে। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিপাড়ার মোড়ে বন্ধুদের সঙ্গে মোবাইল ফোনে লুডু খেলেন মনোয়ারুল। এ সময় খেলায় জিতে মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি যান তিনি। পরে তাকে বাসা থেকে ডেকে নেন ওই বন্ধুরা। একপর্যায়ে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর অবস্থায় মুন্সিপাড়ার দোলাপাড়ায় ফেলে যান।
ওসি আরো জানান, স্থানীয়রা মনোয়ারুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে শুক্রবার ভোরে তিনি মারা যান। পরে স্বজনরা হাসপাতালে তার মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বাবা একটি মামলা করেছেন।