গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল শিশুর
সংবাদ চলমান ডেস্ক: কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফৌরদৌস আরা (তিন মাস বয়সী) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় অন্তত দুটি বসতঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের নতুন বাহারছড়ার গাড়িরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফৌরদৌস আরা ওই এলাকার মিনু আরার মেয়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বিস্ফোরণে পুরো বসতঘর বিধ্বস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর বসতঘরে ঘুমন্ত ফৌরদৌস আরার মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মালেক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়।