সংবাদ সারাদেশ

জাতীয় পত্রিকার নকল ওয়েবসাইট, গ্রেফতার এক

চলমান ডেস্ক: নামকরা বিভিন্ন পত্রিকার আদলে ওয়েবসাইট তৈরি করে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে নূর মোহাম্মদ (৩১) নামে এক বই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। নূর মোহাম্মদ বাংলাবাজারে অবস্থিত গার্ডিয়ান পাবলিকেশন্সের ম্যানেজিং ডিরেক্টর।

মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল।

বুধবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি মো. জাহিদ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাধীনতাবিরোধী কুচক্রিমহল দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন, স্থিতিশীলতা বিনষ্ট ও অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে বিভিন্ন নামিদামি দেশি-বিদেশি পত্রিকার ওয়েবসাইটের আদলে ওয়েবসাইট তৈরি করে মূল পত্রিকাগুলোর খবরের চুম্বক অংশ ঠিক রেখে অসৎ উদ্দেশ্যে তার মাঝে ভুয়া খবর পরিবেশন করতো।

এছাড়াও তারা আর্থিকভাবে লাভবান হতেও এই অপকর্মে নিযুক্ত ছিল। বেশি লাইক শেয়ার পেলে ফেসবুক থেকে বেশি টাকা আয় করা সম্ভব। সাধারণত কোনো পোস্টে এক হাজারের অধিক ভিউ, লাইক বা শেয়ার হলে ফেসবুক কর্তৃপক্ষ ২৫০ থেকে ৩০০ টাকা করে দিয়ে থাকে। যা পরবর্তীতে ব্যাংক একাউন্ট মাধ্যমে ডোমেইনের স্বত্তাধিকারী হিসেবে তারা পেয়ে থাকেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button