নওগাঁরাজশাহী

মেয়ের বাল্যবিয়ে, বাবার ছয় মাস জেল

নওগাঁ  প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে পিতাকে ছয় মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত বীরগ্রাম চৌরাস্তা মোড়ের মো. শরিফ বাবু (৫২) এর মেয়ে জননী আখতারের সাথে উপজেলার সাতানা শিবপুর গ্রামের মেহেদী হাসানের বিয়ে ঠিক হয়। জননী আখতার বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে মেয়েটি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদা আখতারকে ঘটনাটি জানায়। প্রধান শিক্ষক তাৎক্ষণিক বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমানকে জানান।

ওই দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান পুলিশকে নিয়ে মেয়ের বাড়িতে যান। ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার মেয়েটির সাথে সাতানা শিবপুর গ্রামের মেহেদী হাসানের বিয়ের রেজিস্ট্রি শল্পী কাজী অফিসে সম্পন্ন হয়েছে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মেয়ের বাবা মো. শরিফ বাবু (৫২) কে আটক করা হয়। ওই রাতে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে মেয়ের বাবা দোষ স্বীকার করলে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ওদিকে শিল্পী কাজী অফিসের কাজী মো. ফজলুর রহমান গাঢাকা দিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button