রাজশাহীরাজশাহী সংবাদ

রাবি শিক্ষার্থীদের ৬ দাবি নিয়ে বিভাগের সামনে অবস্থান

রাফিকুর রহমান লালুঃ

৬ দফা দাবিতে বিভাগের সামনে অবস্থান কর্মসূচি করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ২৩ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অবস্থান করেন । এই সময় দাবি না মেনে নেওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে যাবেন না বলেও কর্মসূচি থেকে ঘোষণা দিয়ে ছিলেন ।

৬দফা দাবিগুলো হচ্ছে , আগের সেমিস্টারের ফল প্রকাশ করে ঈদ-উল ফিতরের আগেই দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নিতে হবে, ২০২৪ সালের মধ্যে তাদের অনার্স (স্নাতক) শেষ করতে হবে, নোটিশের নামে ভাঁওতাবাজী বন্ধ করতে হবে, ৬ মাসের সেমিস্টারের সময় কাল কমিয়ে ৩ মাস করতে হবে, সেমিস্টার ফাইনাল পরীক্ষার ১ মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, বিভাগের লোকবর সংকট দূর করতে হবে ও পরীক্ষা, ক্লাস টেস্ট এবং বিভাগীয় কার্যক্রমে যে সব ত্রুটি আছে তা নিরসন করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, আমাদের বিভাগে শিক্ষক সংকট আছে। এ জন্য ফলাফল প্রকাশ করতে বিলম্ব হয়েছে। তবে আমরা আগামী ৭দিনের ভেতর ফলাফল প্রকাশ করবে বলে জানিয়েছেন তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button