দূর্গাপুরসংবাদ সারাদেশ

দুর্গাপুরে সিলগালা ভেঙ্গে হাসপাতাল পরিচালনা 

নিজস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর দুর্গাপুরে মা ও শিশু ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা ভেঙ্গে জব্দ করা করা মালামাল ব্যাবহারের অভিযোগ উঠেছে।দুর্গাপুর থানা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এই প্রাইভেট হাসপাতালে চলছে ।

পূর্বে একই স্থানে আরেকটি হাসপাতাল ছিল রুগী মারা যাওয়ায় আদালতে মামলা হলে ওই হাসপাতালের মালামাল জব্দ করে একটি রুম সিলগালা করা হয়৷ যার মামলা নাম্বারঃ- দুর্গাপুর ৩২০/১৬

সরেজমিন তদন্তে গিয়ে দেখাযায়, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে সিলগালা ভেঙ্গে মালামাল বের করে সাচ্ছন্দ্যে ব্যবহার করছে কর্তৃপক্ষ। প্রভাবশালীদের ছাত্র ছায়াতে সবকিছুই চলছে প্রকাশ্যে। সচেতন মহল বলছে প্রশাসনের উচিৎ দ্রুতই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। 

এবিষয়ে হাসপাতাল পরিচালক জানান, আমি কিছুই জানিনা, আমার পূর্বে আরও দুই তিনজন হাসপাতাল পরিচালনা করেছে। আমি এরপর এসেছি। সিলগালা কে ভেঙ্গেছে আমি জানিনা। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সোহেল রানা জানান, বিষয়টি শুনেছি, সত্যতা মিললে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button