নাটোররাজশাহী সংবাদ
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
রেলওয়ের ঈশ্বরদী জিআরপি থানার ইনচার্জ সানাউল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।