নাটোররাজশাহী সংবাদ
নাটোরে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত
নাটোরের সিংড়ায় ট্রাক্টরের ধাক্কায় ফিরোজ আহমেদ (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার (২৮শে ডেসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কলম-সিংড়া সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফিরোজ আহমেদ সাঁঐল হাফিজিয়া মাদ্রসার শিক্ষক ও একই উপজেলার পাচলাঁড়ুয়া গ্রামের হোসেন আলীর ছেলে।
সিংড়া থানার ওসি নুর এ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরে বরাত দিয়ে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষক ফিরোজ সকাল ১০টার দিকে মোটরসাইকেলে নিজ গ্রাম সাঁঐল যাচ্ছিলেন। পথিমধ্যে কলম ইউনিয়নের রামপুর এলাকায় মাটিবাহী একটি ট্রাক্টর তার মোটরসাইকেলকে পেছ থেকে ধাক্কা দেয়।
এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।