রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী সিটি নির্বাচনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী কাল ২১শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ রোজ বুধবার রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল ১৯শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪. ৩৭.০০২.২২-৩৯৫ তারিখ-৮ জুন ২০২৩ খ্রি. এবং নং-১৭.০০.০০০০.০৩৪.৩৭.০০২.২২-২৯৬ তারিখ-৮ জুন ২০২৩ খ্রি. এর আলোকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে রাজশাহী মহানগরী এলাকায় ২০ জুন ২০২৩ খ্রি. দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা হতে ২১ জুন ২০২৩ খ্রি. তারিখ মধ্যরাত ১২.০০ ঘটিকা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, ইজিবাইক, লঞ্চ, ট্রলার, স্পীড বোট, টেম্পো, বেবিট্যাক্সি/অটোরিক্সা এবং অন্যান্য সব যন্ত্রচালিত যানবাহন যেমন-নসিমন, করিমন, ভটভটি, টমটম ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

এছাড়া ১৯শে জুন ২০২৩ খ্রি. দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা হতে ২২জুন ২০২৩ খ্রি. তারিখ মধ্যরাত পর্যন্ত সব ধরণের মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

তবে, এ নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশী/বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিল যোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী-বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজে যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এতদ্ব্যতীত জাতীয় মহাসড়ক (Highways), বন্দর  ও জরুরী পণ্য সরবরাহ-সহ অন্যান্য জরুরী প্রয়োজনে উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জন সাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে নৌ-যান ও দূর পাল্লার নৌ-যান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button