নাটোরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ২শ’ পিস ইয়াবাসহ মাসুদ আলম স্বপন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার স্বপন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
রোববার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদীঘা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার স্বপর মাঝদীঘা দক্ষিণপাড়া এলাকার মাহাবুব পাঠানের ছেলে। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ছাতনী ইউনিয়নের মাঝদীঘা এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।
এ সময় স্বপনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার শরীর তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছে একটি নীল প্যাকেটে মোড়ানো অবস্থায় ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, স্বপন ইয়াবা নিয়ে নাটোর শহরের দিকে যাচ্ছিলেন। আটকের পর স্বপন ইয়াবা ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নাটোর থানায় মামলা করা হয়েছে।