নিজস্ব প্রতিবেদক:
‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।দিবসটি উদযাপন উপলক্ষে সড়ক নিরাপত্তামূলক র্যালি করেছে বিআরটিএ রাজশাহী সার্কেল।
মঙ্গলবার সকালে লক্ষীপুরের সড়ক ভবন অফিসের সামনে থেকে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক হামিদুল হক। এরপর একটি বর্ণাঢ্য র্যালি লক্ষীপুর থেকে শুরু হয়ে নানকিং চত্তরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আবু আসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী পুলিশ সুপার মো: শহীদুল্লাহ বিপিএম,পিপিএম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, রাজশাহী সিভিল সার্জন ডা: মিজানুর রহমান, সড়ক বিভাগ রাজশাহী নির্বাহী প্রকৌশলী(সওজ) সামসুজ্জোহা, বিআরটিএ রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক শেখ আশরাকুর রহমান, নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু প্রমূখ।