রাজশাহী সংবাদ
রাজশাহীতে র্যাবের পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে র্যাবের পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নাটোর জেলার সদর থানাধীন বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে অভিযান চালায় র্যাব। এ সময় একটি পাথর বোঝায় ট্রাকে ৩২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় বাবু (২৪)নামক একজনকে আটক করে। আটক বাবু চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার রশিদ নগর এলাকার নাইমুল ইসলামের ছেলে।
এদিকে সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার দিকে বেলপুকুর থানাধীন তারাশ গ্রামস্থ বাপমারা খাল ব্রীজের উপর অভিযান চালায় র্যাব। এ সময় ৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রানা (৪০)কে আটক করে। আটককৃত রানা বেলপুকুরের ক্ষুদ্র জামিরা সোনারপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় র্যাব।