মোহনপুররাজশাহী সংবাদ
মোহনপুরে গাঁজা ও চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার
মোহনপুর প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও চোলাইমদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ সোমবার ওই দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেছে পুলিশ।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, গত রোববার রাতে উপজেলার আত্রাই অভিযান চালিয়ে ৬শ’ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী মৃত তমির উদ্দিনের ছেলে মোনারুল ইসলাম (৪৮) গ্রেপ্তার করে। অপরদিকে রায়ঘাটি গ্রামে অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদসহ খগেন্দ্রাথের ছেলে কল্যাণ কুমার (৫২) গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।