পুঠিয়ায় তিনটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় তিনটি ইউনিয়নের তিনটি মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী -৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা: মো: মনসুর রহমান।
ইউনিয়নের তিনটি মসজিদ গুলো হলো, শিলমাড়িয়ার সাধনপুর জামে মসজিদ, জিউপাড়ার উজালপুর জামে মসজিদ, ভালুকগাছীর আটভাগ বটতলা জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান।
উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, ভালুকগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবির হাসান, জিউপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হোসনেআরা, আ.লীগ নেতা আহসানুল হক মাসুদ, গোলাম ফারুক, সেলিম শেখ প্রমূখ।