নওগাঁরাজশাহী সংবাদ
নওগাঁ সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক
সংবাদ চলমান ডেস্ক : নওগাঁ সীমান্ত থেকে কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে ভারতী সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে পোরশা উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩১-৩২ পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করায় তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোকলেস জানান, ভোরে হাপানিয়া সীমান্ত থেকে কয়েকজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তবে এলাকাবাসীর দাবি ৫-৭ জন হতে পারে। এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পূর্বপশ্চিমবিডি।
এ বিষয়ে বিএসএফের সঙ্গে কথা বলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।