দূর্গাপুররাজশাহী সংবাদ
দুর্গাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক : দুর্গাপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১২টার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- দুর্গাপুর-পুঠিয়ার সংসদ সদস্য ড. মনসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর পৌর সভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আব্দুল গনি বোখারী, থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা প্রমুখ।