এখনো বহাল তবিয়তে রেলওয়ের সেই কাউছার মাহমুদ
স্টাফ রির্পোটার ; নিজের অনিয়ম ঢাকতে সাংবাদিক সম্পাদকের নামে উকিল নোটিশ করে এখনো সেই সোনার চেয়ারে বসে সকল কল কাঠি নাড়ছে রেলওয়ে পশ্চিমের জি এম এর সাবেক পিএ কাউছার মাহমুদ। চলতি মাসের ৭ তারিখে এই নিয়ে রাজশাহীর একটি দৈনিক পত্রিকায় ও তিনটি অনলাইন পোটালে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের একদিন পরে সেই প্রতিবেদক কে হুমকি প্রদান করেন সাবেক দুই রেল কর্মকর্তা। এই নিয়ে সেই প্রতিবেদক রাজশাহীর চন্দ্রিমা থানায় একটি ডায়েরি করেন। রেলওয়ে পশ্চিম জোনের একাধিক কর্মকর্তা ও শ্রমিক লীগের একজন পদধারী ব্যক্তি বলেন অবসরে যাওয়ার পর কিভাবে এই কাউছার মাহমুদ সেই স্থানে দ্বায়ীত্ব পালন করেন সেটি লক্ষনীয় বিষয়। কুমার পাড়াস্হ রেলের একজন প্রথম শেনির ঠিকাদার বলেন আমাদের নিকট থেকেও কাউছার মাহমুদ বিভিন্ন সময় অনেক কিছু দাবি করেছেন, তিনি আরো বলেন তার নামে রেলের জায়গায় একটি দোকান চলে যার কোন বৈধ্য কাগজ পত্র নেই। তবে রেলের অপর একটি সুত্র জানায় কাউছার মাহমুদের রয়েছে নিজস্ব কিছু ক্যাডার বাহীনি তারাই সকল সময় তাকে সেলটার দিয়ে থাকে। ভয়ে তার অনিয়মের ব্যাপারে কেউ মুখ খুলতে শাহস পায়না। রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ সহ অনেক অন্ধকারে রয়েছে তার কালো সম্পদ যা চুল চেরা তদন্ত করলে বেরিয়ে আসবে। রাজশাহীতে কর্মরত গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা জানান শুধু যুবলীগ নয় সরকারি অনেক কর্মচারিদের উপর নজর দারি চলছে। কাউছার মাহমুদের বিষয়ে জানতে চেয়ে মুঠো ফোনে ফোন করলে সদ্য যোগদান কৃত রেলওয়ের পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার ( জি এম) সংবাদ চলমান কে জানান বিষয়টি খতিয়ে দেখছি ।